নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৩ এএম
রাজশাহী চারঘাট উপজেলা প্রশাসন পদ্মায় ইলিশ নিধন রোধে মোবাইল কোট পরিচালনা করেছেন। সহযোগিতায় উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ উপস্থিত ছিলেন।
জেলা চারঘাট-বাঘা মৎস্য অধিদপ্তরের দায়িত্বে রয়েছেন মৎস্য অফিসার ওয়ালি উল্লাহ মোল্লাহ। তিনি বলেন, দুই উপজেলায় মোট ৪৬কিমি নদী মহল রয়েছে। এখানে ইলিশের উপস্থিতি রয়েছে। অক্টোবর-নভেম্বর এই দুই মাস “মা” ইলিশ রক্ষায় মৎস্য ও নৌ পুলিশ কাজ করছেন।
মঙ্গলবার দুপুর থেকে শুরু করে সন্ধা ৬.৪৫টা পর্যন্ত চারঘাট নদী এলকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় জেলেদের কাছ থেকে অবৈধ মাছ ধরার ১০ হাজার মিটার জাল ও ৪কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয় এবং মাছ গুলো এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে। ইলিশ নিধন রোধে মোবাইল কোট পরিচালনার সময় সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল রানা, সমাজসেবা কর্মকর্তা রাশেদ্দুজামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়াদ্দিন, পিআইও ফরহাদ লতিফ, নৌ পুলিশ ফাড়িঁ ইনচার্জ এসআই হাবিবু রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইউএনও সানজিদা সুলতানা পত্রিকার প্রতিনিধিকে বলেন, ইলিশ দেশের জাতিয় সম্পদ। বছরের কিছু সময় এই মাছ শিকার থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে মা ইলিশ যখন ডিম দেয়, তখন যেন সকল জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে। তবে এই নদীতে ভারতের জেলেরা চুরি করে ইলিশ মাছ শিকার করছে। পদ্মা নদীতে মোবইল কোট করার সময় তাদেরকে দেখা গেছে। ভারতের জেলেদের সর্তক করে ছেড়ে দেওয়া হয়েছে
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী