Dhaka, শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
logo

দেখে মনে হয় বয়স ১২, আসলে ২২, করেন মাদক ব্যবসা


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৫, ০৯:২৭ এএম

দেখে মনে হয় বয়স ১২, আসলে ২২, করেন মাদক ব্যবসা

প্রথম নজরে একজন স্কুলগামী কিশোরের কথা মনে হতে পারে। বয়স ১২ বা তার কাছাকাছি। কিন্তু আসলে তার বয়স ২২ বছর। নাম নাসিম। মাদক ব্যবসা করে। এসময় ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ।

 

গতকাল ইয়াবাসহ নাসিমকে গ্রেপ্তার করেছে শরীয়তপুরের গোসাইরহাট থানা পুলিশ। নাসিম গোসাইরহাট ইউনিয়নের কাশিখন্দ গ্রামের তফসিল জসিমের ছেলে

 

নাসিম দেখতে কিশোরের মতো হলেও বয়সে বড়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

 

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম জানান, নাসিম দেখতে তরুণ হলেও জাতীয় পরিচয়পত্রে তার বয়স ২২ বছর। ইয়াবা বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে সে। তার নামে নিয়মিত মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।