নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৫, ১২:২৪ পিএম
সমাজ থেকে মাদক মুক্ত করতে কঠর পদক্ষেপ গ্রহন করেছেন জেলা পুলিশ সুপার আনিছুর রহমান। রাজশাহীর গোদাগাড়ী থানাধীন কাদিপুর গ্রাম হতে গতকাল মঙ্গলবার ২৯ অক্টোবর রাত ৯.৪৫টার সময় ১জন মাদককারবারিকে ১৩৫ কেজি গাঁজাসহ আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: ডালিম রেজা (৩০)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আজগুবি গ্রামের মো: তুফানীর পুত্র।
বুধবার সন্ধায় অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম (ডিএসবি) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, থানার এসআই (নিরস্ত্র) মো: রফিকুল ইসলাম সঙ্গীও ফোর্স নিয়ে গোদাগাড়ী থানাধীন উজানপাড়া বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানা পুলিশ জানতে পারে কাদিপুর গ্রামস্থ ফাঁকা এলাকায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রসঙ্গত, পুলিশ সুপারের নির্দেশে গোদাগাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার মো: সোহেল রানা এর নেতৃত্বে থানার এসআই (নিরস্ত্র) ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযুক্ত ডালিম রেজাকে আটক করে। তৎক্ষনাত তার কাছ থেকে পাঁচটি চটের বস্তায় রক্ষিত ১৩৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করে। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী