নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৫, ০৫:৫০ এএম
দীঘিনালার বেতছড়ি এলাকার বাসিন্দা মোঃ কোরবান আলী,শনিবার রাত দশটার দিকে,
পেটে ব্যথা নিয়ে দীঘিনালা সদর হাসপাতালে আসে,
এ সময় হাসপাতালে কোন বড় ডাক্তার না থাকায়,
ডিউটি পালনকারী নার্স তাকে কে চিকিৎসা প্রদান করে,
একপর্যায়ে রোগীর অবস্থা খারাপ দেখায়, ওই নার্স তাকে ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্য বলে স্বজনকে।
হাসপাতাল থেকে বের করে নিয়ে আসার সময় রোগীর মৃত্যুঘটে,
তার ভাই আমাদেরকে জানায়, তার ভাই কোরবান আলি সঠিক চিকিৎসা পায়নি যার ফলে সে মৃত্যুবরণ করে,
হাসপাতালে বড় ডাক্তার না থাকার কারণে রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ করে তার বড় ভাই ,
দীঘিনালা সদর হাসপাতাল নিয়ে এমন হাজারো অভিযোগ শুনতে পাই আমরা,
রাত দশটার পরে কোন ডাক্তার পাওয়া যায় না দীঘিনালা সদর হাসপাতালে,
কিন্তু ডাক্তারদের জন্য সকল ব্যবস্থায় আছে হাসপাতালে,
এলাকাবাসীর অভিযোগ দ্রুত সংস্কার করা হোক হাসপাতালে নিয়ম,
মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধ