নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫, ০৮:০৩ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুরে টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে গাঁড়াদহ ইউনিয়নের পালপাড়া গ্রামে এই চুরির ঘটনায় একই পরিবারের পাঁচজন অসুস্থ হন। অসুস্থরা হলেন অসীম পাল, আশিক পাল, সুপাংক পাল, রাম প্রসাদ পাল এবং দিবাস।
স্থানীয়দের অভিযোগ, চোরেরা টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে দেয়। পরে পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়লে প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নেয়। শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আবু সাইদ জানান, "পরিবারের সদস্যদের দাবি, ৫ ভাইয়ের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণের গহনাসহ প্রায় ১০ লক্ষ টাকা চোর নিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।"