নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৩ এএম
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আজ মঙ্গলবার (৫ অক্টোবর)। বিশ্বের একক ক্ষমতাধর এই দেশটির অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির ওপর বিশ্ব রাজনীতি ও অর্থনীতি অনেকটা নির্ভরশীল হওয়ায় এই নির্বাচনের দিকে পুরো পৃথিবীর মানুষের নজর থাকবে, তা বলা বাহুল্য। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হবেন, তা ঠিক করবেন মার্কিন ভোটাররা।
এবার মার্কিন মুলুকে ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হতে যাচ্ছে। মূল লড়াইটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের মধ্যে।
এখন চলছে নানা হিসাব-নিকাশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে জরিপগুলো। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন অনেক ভোটার। সারাবিশ্বও তাকিয়ে আছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির ভোটের দিকে। সেই নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি যে চারটি বিদেশি ভাষা ঠাঁই পেয়েছে, সেসবের একটি বাংলা।
নিউইয়র্ক সিটির নির্বাচনী বোর্ডের নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান বলেন, আমাদের ইংরেজির পাশাপাশি চারটি অন্য ভাষা রাখতে হবে। সেগুলো হলো- চীনা, স্প্যানিশ, কোরিয়ান ও বাংলা।
ব্যালট পেপারে বাংলা ভাষার অন্তর্ভুক্তি কেবল একটি অনুগ্রহ নয়, বরং এটি একটি আইনগত বাধ্যবাধকতা।
নিউইয়র্কের কুইন্স এলাকার দক্ষিণ এশিয়ান কমিউনিটি প্রথমবার ২০১৩ সালে বাংলায় অনুবাদ করা ব্যালট পেয়েছিল।