নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:২২ এএম
নির্বাচনের ফল ও ক্ষমতা হস্তান্তর নিয়ে আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সময় আজ বেলা ১১টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
এর আগে, গতকাল বুধবার ফোন করে প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান জো বাইডেন।এ সময় বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে হোয়াইট হাউজে সাক্ষাতের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানান। পরে হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।