নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৬ পিএম
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জ ঘিওর উপজেলা পাবলিক লাইব্রেরী মাঠে বৃহস্পতিবার দুপুরে বিএনপির এক রেলী ও ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-০১ আসন (ঘিওর ,দৌলতপুর ও শিবালয়) বিএনপির ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির কার্যকরী সদস্য,জেলা ছাত্রদলের সাবেক নেতা ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা। প্রধান অতিথি তার বক্তব্যে, প্রথমে জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, ১৯৭৫ সালে ৩ ই নভেম্বরে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট বীরত্তম জিয়াউর রহমানকে ষড়যন্ত্র মূলক ভাবে গৃহবন্দি করা হয় ,তখন বাংলাদেশের সিপাহী জনতা সেই ষড়যন্ত্রকে বরদাছ করেনি। যার ফলশ্রুতিতে ৭ই নভেম্বর সিপাহী জনতা বিল্পব সংঘটিত হয়। সেই বিল্পব ঐতিহাসিক ৭ই নভেম্বরের" জাতীয় বিল্পব ও সংহতি দিবস" নামে বাংলাদেশের রাজনীতিতে পরিচিত লাভ করে। দীর্ঘ ১৭ বছর আমরা স্বৈরাচারী শাসকের বেড়াজালে আবদ্ধ ছিলাম। পরাধীন ছিলাম বলেই আমরা ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারিনি। আমাদেরকে নানা ভাবে বাধা প্রদান করা হয়েছে।স্বৈরাচারী শাসক আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীদের কে হয়রানি করেছে। ৫ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারী শাসকের পতন ঘটে। যার ফলে এখন আমরা স্বাধীন,তাই স্বাধীন দেশে প্রতি বছর ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের পথে আর কোন বাধা থাকবে না বলে মনে করছি। আমি শহীদ প্রেসিডেন্ট বীরত্তম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি । তিনি আরো বলেন,বর্তমানে দেশ সংস্কারে অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছেন। অন্তবর্তীকালীন সরকার খুব দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবেন বলে আশা করছি। আর সেই নির্বাচনে জনগণের বিপুল সংখ্যক ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করবে। তিনি উপস্থিত সকল নেতৃবৃন্দের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। দলীয় নির্দেশ অমান্য করে কেউ যেন অপকর্ম লিপ্ত না হয় সে বিষয়ে উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করেন। তিনি উপস্থিত সকলের নিকটে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগাম রাষ্ট্র নায়ক তারেক রহমানের জন্য দোয়া চান। এ সময় ঐক্য সমাবেশে জেলা,উপজেলা,ছাত্র দল,যুবদল,স্বেচ্ছাসেবক দল ,শ্রমিক দল ও স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রধান অতিথি উপস্থিত সকল নেতৃবৃন্দ ও জনসাধারনকে নিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে স্বরনীয় করে রাখার জন্য ঘিওর উপজেলা চত্বরে এক বিশাল মিছিল বের করেন।
মোঃ শামীম মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি