Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
logo

হাসিনা পালিয়ে আ.লীগের মৃত্যু ঘটিয়েছে: ভিপি নুর


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ১১:১১ এএম

হাসিনা পালিয়ে আ.লীগের মৃত্যু ঘটিয়েছে: ভিপি নুর

ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট হাসিনা পালিয়ে আওয়ামীলীগের মৃত্যু ঘটিয়েছে। আওয়ামী লীগ একটা মরা লাশ। মরা লাশ নিয়ে টানাটানি করে লাভ নাই। নেত্রকোনায় এসব কথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। নেত্রকোনায় বৈষম্যহীন দেশ গঠনে গণ অধিকার পরিষদ ( বিওপি'র) আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এইসব কথা বলেন।

 

শনিবার(৯ নভেম্বর) বিকেলে জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে আয়োজিত সমাবেশে আরও বলেন, এই অন্তবর্তী কালীন সরকারকে নাজেহাল করার জন্য অস্থিতিশীল করার জন্য ভারতে বসে হাসিনা পায়তারা করছে।

আওয়ামীলীগ নেতাদের বলছি আপনাদের নেত্রী জুতা পড়ার টাইম পায় নাই। হেলিকপ্টারে করে পালিয়েছে। আপনাদের কথা ভাবে নাই। আপনারাও কিন্তু জুতা পড়ার সময় পাবেন না। আপনারা বাংলাদেশে থাকবেন। সবাইকে নিয়ে থাকুন।

হাসিনা সরকার যেভাবে মানুষের উপর জুলুম করেছে মিথ্যা মামলা দিয়েছে। আপনারা কেউ এসব করবেন না। আপনারা সেই পথে হাঁটবেন না। সাংবাদিকরা সমাজের আয়না তাদের উপর কোন আঘাত হানবেন না। গণ অধিকার পরিষদের কেউ যদি এসব করে তাহলে আমাদেরকে জানাবেন এমন কাউকে আমরা রাখব না। চাঁদাবাজি এখনো বন্ধ হয় নাই। শুধু হাত বদল হয়েছে মাত্র। এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে স্বাধীনতা এসেছে তা ভূলন্ঠিত করা যাবে না।

আনুপাতিক নির্বাচন দিয়ে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে। যেই লংকায় যায় সেই রাবন হয়। আমেরিকার মতো দেশ যদি চার বছর ক্ষমতায় থাকে তাহলে আমাদের কি সমস্যা? তাই চার বছর করা হলে কেউ বেশিদিন ক্ষমতায় থাকার সুযোগ পাবে না। স্বৈরাচার হবে না।

শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ভালো শিক্ষা দেয়ার দিকে নজর দিন। সারাদেশে বিভিন্ন ভাবে চাঁদাবাজি দখলদারি শুরু হয়ে গেছে। এই চাঁদাবাজদের ধরতে সেনাবাহিনীকে নামিয়ে দিন।

গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহবায়ক হাসান আল মামুনের সভাপতিত্বে তারণ্যের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তারণ্যের সমাবেশে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক আব্দুর রহমান ও পেশাজীবী অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।