Dhaka, রবিবার, মার্চ ১৬, ২০২৫
logo

মিরপুর কলেজ ছাত্রদলের দুই নেতাকে স্থায়ী বহিষ্কার


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ০৮:৩১ পিএম

মিরপুর কলেজ ছাত্রদলের দুই নেতাকে স্থায়ী বহিষ্কার

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মিরপুর কলেজ ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ড. শরিফুল ইসলাম সুমন ও ছাত্রনেতা মো. রাসেল ইসলামকে প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজ এক যৌথ বিবৃতিতে বহিষ্কারের এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এছাড়াও ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক স্থাপন না করার নির্দেশনা দিয়েছে।