Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

রাজধানীতে একক কোম্পানির মাধ্যমে ফের চালু হচ্ছে নগর পরিবহন: ডিটিসিএ


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০২:২৩ এএম

রাজধানীতে একক কোম্পানির মাধ্যমে ফের চালু হচ্ছে নগর পরিবহন: ডিটিসিএ

রাজধানীতে একক কোম্পানির মাধ্যমে ফের চালু হচ্ছে নগর পরিবহন, এমনটাই জানিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার। আজ (সোমবার, ১১ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা শেষে একথা বলেন তিনি। সবশেষ ৮০টি বাস কোম্পানি আবেদন করেছে উল্লেখ করে নীলিমা আখতার বলেন, ‘এটি কোম্পানিভিত্তিক ভাবে পরিচালনা করা হবে। এখন পর্যন্ত ৮০টি বাস কোম্পানি আবেদন করেছে।’

 

 

 

এছাড়া বিপুল পরিমাণ বাসের সক্ষমতা আর অপারেশন কেমন হবে তা নিয়ে আজ সভায় আলোচনা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। 

এদিকে ডিএসসিসির প্রশাসক নজরুল ইসলাম জানান, ঢাকা শহরের যানজট দূর করতে আরামদায়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিতে কাজ করে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরবর্তী সভা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

 

 

 

তিনি বলেন, ‘বাস মালিক প্রতিনিধিদের সাথে বসা হয়েছে। আমরা নতুন বাংলাদেশে সব কিছু সবার সহযোগিতার মাধ্যমে কাজ করে যাবো।’