Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

গাজায় দুই দিনে ইসরায়েলের ২০ সেনা নিহত


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৯ এএম

গাজায় দুই দিনে ইসরায়েলের ২০ সেনা নিহত

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা গত দুই দিনে গাজা উপত্যকায় অন্তত ২০ ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে।

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর নিপীড়নমূলক আগ্রাসন ও গণহত্যার প্রতিশোধ হিসেবে হামাস যোদ্ধারা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় হামাসের সামরিক শাখা, ইজ্জাদ্দিন আল-কাসাম ব্রিগেডের একটি বিবৃতি অনুসারে, উত্তর গাজায় আগের দিন পাঁচজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। খবর Perstoday.

এর আগের দিন রোববার যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চলে আরও ১৫ ইসরায়েলি সেনা নিহত হয়। তবে চার স্টাফ সার্জেন্ট নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েল সরকার।

হামাসের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলা হয়েছে, হামাসের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গুণগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, যা স্পষ্টভাবে ইসরায়েলের ব্যর্থতা তুলে ধরে। ইহুদিবাদী সেনাবাহিনী আমাদের আক্রমণের মুখে প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাদের যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং তাদের উদ্দেশ্য অর্জিত হচ্ছে না।

মঙ্গলবার (১২ নভেম্বর) ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, গাজার স্বাধীনতা যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে।