সিয়াম ইসলাম প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৫, ১০:০৩ এএম
সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সুজাত মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগমাইনা তাজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাগমাইনা তাজপুর গ্রামে মসজিদের দ্বিতীয় তলার নির্মাণ নিয়ে গ্রামের সুজাত মিয়া ও আব্দুল আকিরার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও উভয় পক্ষের ৪০ জন আহত হয়। সংঘর্ষে আহতদের মধ্যে সুজাত মিয়ার সমর্থকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অন্যদিকে আবদুলের কাছের লোকজনকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজন সরকার তমা জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। আহতদের মধ্যে ১৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।