Dhaka, মঙ্গলবার, জানুয়ারী ৭, ২০২৫
logo

কামারখন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ শিহাবের বাড়িতে পৌছে গেল জেলা প্রশাসকের উপহার


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০১:০৩ এএম

কামারখন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ শিহাবের বাড়িতে পৌছে গেল জেলা প্রশাসকের উপহার

 


সিরাজগঞ্জের কামারখন্দে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ শিহাবের উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা প্রশাসকের উপহার পৌঁছে দিলেন কামারখন্দ উপজেলা প্রশাসন।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার জামতৈল গ্রামে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে জেলা প্রশাসকের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করে শহীদ পরিবারের খোঁজ খবর নেওয়া হয় এবং জেলা প্রশাসকের ফল ও আর্থিক অনুদানের চেক তুলে দেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শহীদ শিহাবের বাড়িতে জেলা প্রশাসক স্যারের আসার কথা ছিল ব্যস্ততার কারণে আসতে পারেনি। স্যারর পক্ষ থেকে আমরা শহীদ পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। স্যারের দেওয়া উপহার পৌঁছে দিলাম। প্রশাসন সবসময় শহীদ পরিবারের সাথে আছে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কামারখন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ , ছাত্র সমন্বয়ক নাহিদ ইসলাম, সাগর আহমেদ, সজীব সরকার, ইমরান আহমদ প্রমুখ ।

উল্লেখ্য, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উপজেলার জামতৈল গ্রামের ভ্যান চালক শহীদ শিহাব উদ্দিন প্রামানিক ৪ আগষ্ট আন্দোলনে অংশ নিয়ে আহত হন এবং আহত অবস্থায় ৫ আগষ্টে বিজয় মিছিলে অংশগ্রহণ করে আরো অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা এবং পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 



আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি