Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, সতর্ক থাকতে হবে: আসিফ নজরুল


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৫ এএম

আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, সতর্ক থাকতে হবে: আসিফ নজরুল

দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, "আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে। কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র যাতে বাংলাদেশে আবার জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের আশেপাশে কোনো বন্ধুত্বপূর্ণ দেশ নেই। তাই ভবিষ্যতে অন্য কোনো দেশ যাতে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কারো শত্রু হওয়া উচিত নয়। বিষয়টির উপর কড়া নজর রাখুন। কোনো বিভক্তির পথে হাঁটতে পারবেন না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আইন উপদেষ্টা বলেন, 'আমরা যদি দেশের ভালো চাই, মানুষের ভালো চাই, সমাজের ভালো চাই, বন্ধুদের ভালো চাই, আমাদের সন্তানদের ভালো চাই, দেশকে আন্তর্জাতিক হাত থেকে রক্ষা করতে চাই। ষড়যন্ত্র, বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই যেকোনো মূল্যে জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমাদের দেশের সম্ভাবনাময়, দেশি বা বিদেশি শক্তির অগ্রযাত্রা যাতে কেউ ব্যাহত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

আসিফ নজরুল বলেন, 'কোন মোড়কে জঙ্গিবাদ বরদাস্ত করা যায় না।'

বোমা হামলায় নিহত বিচারক জগন্নাথ পান্ডে ও সোহেল আহমেদের স্মরণ সভায় তিনি আরও বলেন, ২০০৫-০৬ সালের ঘটনা এবং জুলাইয়ের বিদ্রোহের মধ্যে সম্পর্ক রয়েছে। দেশকে ভালো রাখতে হলে উগ্রবাদ ও জঙ্গিবাদকে কঠোরভাবে দমন করতে হবে।