সিয়াম ইসলাম প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৫ পিএম
'বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন' কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) অবস্থিত ৫৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে চিরুনি অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডিএসসিসির সকল ওয়ার্ডে নিয়মিত কার্যক্রম ছাড়াও স্বাস্থ্য বিভাগ ও সংস্থার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিরুনি অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসির তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন জানান, মোট ২৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ পরিচ্ছন্নতার অভিযানে ৮৭৩ জন মশা নিরোধ কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৫৩০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন।
তিনি আরও বলেন, গতকাল ২৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ দুই দিনে মোট ৫৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। যেখানে দুই দিনে মোট ২৭০৯ জন পরিচ্ছন্নতাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। স্বাস্থ্য অধিদফতর থেকে প্রতিদিন পাঠানো তালিকায় বলা হয়েছে, ডেঙ্গু রোগীর বাসস্থানের আশেপাশে বিশেষ লার্ভিসাইডাল ও অ্যাডাল্টিসাইডাল কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা হচ্ছে।