নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫, ০৬:৫২ এএম
জনপ্রশাসন মন্ত্রণালয় শুক্রবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে সেনাবাহিনীকে আরও ৬০ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করেছে। এই ক্ষমতা সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের দেওয়া হয়েছে। একই সাথে বিজিবি ও কোস্টগার্ডে প্রেষণে কর্মরত সমমর্যাদার কর্মকর্তারাও এই ক্ষমতা পাবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুসারে এই স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
উল্লেখ্য, এর আগে গত ১৭ সেপ্টেম্বর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীকে ৬০ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল।