Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
logo

ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ইটভর্তি ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৩০


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:১৮ পিএম

ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ইটভর্তি ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ইটভর্তি ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। বুধবার (২০ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে কালামপুর থেকে যাওয়া একটি শাখা সড়কের খাগুর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলো জাহাঙ্গীর (৩০),  নিপা (২৫) খাদিজা (২৮) জিয়াসমিন (২৬) বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি বলেও জানান  পুলিশ। প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে ৪ জনই ওই পোশাক কারখানার শ্রমিক।

পুলিশ জানায়, রাতে গ্রাফিক্স টেক্সটাইল কারখানার শ্রমিকরা কাজ শেষে একটি স্টাফ বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি কালামপুর থেকে ছেড়ে রাত ৯টা ৪০ মিনিটের দিকে শাখা সড়কটির খাগুর্তা এলাকায় পৌঁছলে একটি ইটভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।  ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আহত হন প্রায় ৩০ জন। নিহতদের মধ্যে ৩জন নারী ও একজন পুরুষ পোশাক শ্রমিক বলে জানা গেছে।

এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানা শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসে থাকা চারজন পোশাক শ্রমিক নিহত হয়েছে।

এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ । এছাড়াও আহত হয়েছে অন্তত আরো ৩০ জন বলে জানান পুলিশ কর্মকর্তা। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং ট্রাকের চালক ও হেলপার পলাতক বলেও জানান পুলিশ।