সিয়াম ইসলাম প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:২১ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে কমিশনের বাকি চার সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ আহসান হাবিব খান, বেগম রাশেদা। সুলতানা, মো: আলমগীর ও মো: আনিসুর রহমানও ওইদিন পদত্যাগ করেন।
এরপর গত ৩১ অক্টোবর নতুন নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাব করতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে ছয় সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটির নাম প্রস্তাবের পর সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা বলে এই নিয়োগ দিয়েছেন।
পুনর্গঠিত নির্বাচন কমিশনে (ইসি) কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আরও চারজনকে। তারা অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো: সানাউল্লাহ।
বিস্তারিত আসছে...