Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
logo

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেফতার হলেন শাহজাহান ওমর


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৭:৪৮ পিএম

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেফতার হলেন শাহজাহান ওমর

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর বীর উত্তমের বাড়িতে হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। থানায় অভিযোগ দায়েরের সময় তাকে গ্রেফতারও করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায় জানান, সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় গোদুনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ছোড়া ইট-পাটকেল ভেঙে ঘরের বাইরের তিনটি কাঁচ ভেঙে দেয়।

উল্লেখ্য, শাহজাহান ওমর প্রায় ৪০ বছরের বিএনপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি। তবে ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন।