Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
logo

আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়।


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৪ পিএম

আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়।


প্রতিনিধি মোঃ নুর নবী 
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহাজাহান বলেছেন,আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। আকবর শাহ থানা পেশাজীবি পরিষদ কর্তৃক আয়োজিত একটি সমাবেশে বক্তব্য রাখছিলেন।

তিনি বলেন,সমাজে সৎ এবং যোগ্য লোকের বড় অভাব।জামায়াত ইসলামী সৎ এবং যোগ্য লোক তৈরীর একটি কারখানা।জামায়াতে ইসলামীর দুইজন মন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। কিন্তু অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুজেও সেসব মন্ত্রণালয় থেকে কোনো দূর্নীতি বের করতে পারেনি।তিনি আরো বলেন দীর্ঘ পনের বছর বাংলাদেশ তার গতিপথ হারিয়ে ফেলেছিল। ৫ আগষ্ট ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশ আবার তার গতিপথ ফিরে পেয়েছে।তিনি বলেন,রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ছাড়া সকলের অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হিলালী বলেন,ফ্যাসিস্ট শক্তি দল বদল করে আজকে চতুর্দিকে সন্ত্রাস আর চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। দেশ এখন ধীরে ধীরে নব্য ফ্যাসীবাদের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং জামায়াতে ইসলামীর নেতা কর্মীদেরকে এসকল সন্ত্রাসী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।তিনি বলেন,সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত দেশ গঠনে জামায়তে ইসলামীর কোনো বিকল্প নেই। 
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বিশেষ অতিথির বক্তব্যে বলেন,দীর্ঘ পনের বছর পেশাজীবিরা তাদের যোগ্যতাকে কাজে লাগিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে নাই।এখন সময় এসেছে দেশ গঠনে নিজেকে আত্মনিয়োগ করার। তিনি বলেন, আমাদের নিজেদেরকে আরো বেশি প্রশাসনিক দক্ষতা অর্জন করতে হবে।নিজেদেরকে রাষ্ট্র পরিচালনার উপযোগী করে গড়ে তুলতে হবে।
আকবর শাহ থানা জামায়াতের আমীর ও মাহানগরী শুরা সদস্য অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে ও মোরশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত পেশাজীবি সমাবেশে আরো বক্তব্য রাখেন উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্টাষ্টি বডির সদস্য মোঃ আনোয়ার সিদ্দিক,আল আমীন হাসপাতালের ডিরেক্টর বিশিষ্ট সমাজ সেবক ডাঃ শাহাদাত হোসেন,থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম,থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আফসার উদ্দিন শাহীন ,আব্দুল মোমেন,আবদুল মতিন, নাজমুল হক চৌধুরী ও রহিম উদ্দিন চৌধুরী প্রমুখ।