Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

কুমিল্লায় বিজিবির অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক আটক


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:২০ এএম

কুমিল্লায় বিজিবির অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক আটক

 


এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর গোলাবাড়ি এলাকায় (বিজিবি-১০) এর অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) অভিযানের অংশ হিসেবে সীমান্ত পিলার ২০৮২/১-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর এলাকার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ ১টি মোবাইল ফোনসহ ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিক মেহেদী হাসান (১৮), ত্রিপুরা সিপাহীজালা জেলার সোনামুড়া থানার এনসি নগর গ্রামের মোঃ স্বপন মিয়ার ছেলে।

বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায় অভিযান চলাকালে, মেহেদী হাসান অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালান করার উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
বিজিবি টহলদল তাকে আটক করে এবং তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪ (ক) ধারায় মামলা দায়ের করে। পরে তাকে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।