Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

নভেম্বরের ২৬ দিনে ডেঙ্গুতে ১৫৬ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৪ এএম

নভেম্বরের ২৬ দিনে ডেঙ্গুতে ১৫৬ জনের মৃত্যু

চলতি নভেম্বর মাসের ২৬ দিনে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৫৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ মৃত্যু এটি। অক্টোবর মাসে ডেঙ্গুতে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।

 

সবশেষ মঙ্গলবার তার আগের ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাগুলোর হাসপাতালে ৩ জন, বরিশাল বিভাগে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ২ জন, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে ১ জন করে ২ জনের মৃত্যু হয়েছে।

চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৮৯৮ জন। গত মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৮ হাজার ৭১৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।