নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫৭ এএম
জুলাই ও আগস্ট ছিল হৃদয় স্পর্শ স্মৃতির ঘটনা – ইউএনও
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
জুলাই ও আগস্টে শিক্ষার্থীদের অভ্যুত্থানে ২০২৪ সালের পর্যবেক্ষকদের স্মরণে বৃহস্পতিবার রাজশাহীর চারঘাট উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি পালিত হয়। দিনের শুরুতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। যথাসময়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স এবং ও ছাত্র অভ্যুত্থান স্মৃতি দিবস পালন করা হয়।
সভার সভাপতি হিসেবে ইউএনও সানজিদা সুলতানা বলেন, শিক্ষার্থীদের অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে। কিন্তু প্রতিনিয়ত দেশে উন্নতির দিকে যাচ্ছে। মূলত মাদকাসক্ত, মাদক চোরাচালান বন্ধ, স্থানীয় সমাজের পরিবেশ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। তিনি আরও বলেন, তামাক মানবদেহের জন্য ক্ষতিকর। এটা সবাই জানে কিন্তু তারা ধূমপান করে। অভিভাবক, শিক্ষক ও রাজনৈতিক নেতাকে যৌথভাবে মাদক ও অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধ করতে হবে।
সভায় চারঘাট বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট জামায়াতের আমির আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের জনগণ ১৪২৩ জন শহীদ, ৫৮৭ জন পঙ্গু ও আহত ৫ হাজারেরও বেশি মানুষ ও ছাত্রদেও রক্তের বিনিময়ে একটি নতুন স্বাধীন দেশ পেল। ওই ঘটনা বাংলাদেশের জন্য একটি হৃদয় স্পর্শী ঘটনা। দেশের মানুষ তা কখনো ভুলবে না। যদিও সাবেক আওয়ামী লীগ সরকার তার দায়ভার বহন করে। জুলায়-আগস্টে নিস্পাপ ও নিরপরাধ শিক্ষার্থী ও সাধারন জনগন সমস্যার সম্মুখিন হয়। পরিশেষে স্থানীয় বিএনপি ও জামায়াতের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী যত দ্রুত সম্ভব শহীদ, পঙ্গু ও আহত মানুষ ও ছাত্রদের সহযোগিতার দাবি জানিয়েছেন। অনুষ্ঠান শেষে শহীদ ও অন্যান্য আত্মোৎসর্গকারীদের জন্য মোনাজাত করা হয়।
ওই সময় তথ্য বহুল বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, টিএইচও আশিকুর রহমান এবং ওসি (তদন্ত) আব্দুল খালাক। সভায় বিএনপির সেক্রেটারি মুরাদ পাশা, চারঘাট পৌর জামায়াতের আমির নকিবুল উদ্দিন, সেক্রেটারি হাফিজুল হক, যুগ্ম সম্পাদক সুফেল রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।