Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে টাঙ্গাইলে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৫ এএম

আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে টাঙ্গাইলে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ

টাঙ্গাইল-২ (ভুঁইয়াপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু খালাস পাওয়ার পর টাঙ্গাইলে বিজয় ককটেল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের শহীদ মিনারে মিষ্টি বিতরণ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া জেলার ভূঁইয়াপুর উপজেলা পরিষদের সামনে থেকে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিজয় ককটেল বের করা হয়।

ভূঁইয়াপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু বলেন, শেখ হাসিনা সরকারের তথাকথিত রায়ে সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ১৭ বছর কারাগারে ছিলেন। তার মুক্তির কারণে বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। এ রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা বলেন, আবদুস সালাম পিন্টুকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন জেলে রেখেছে স্বৈরাচারী হাসিনা সরকার। বর্তমান সরকার নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা করেছে বলেই আজ আমরা ন্যায়বিচার পেয়েছি। আমরা টাঙ্গাইলের মানুষ আজ অনেক খুশি।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টুর মুক্তিতে জেগে উঠেছে টাঙ্গাইল জেলা বিএনপি। টাঙ্গাইলের মানুষ আজ অনেক খুশি।

প্রসঙ্গত, আবদুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঁইয়াপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১ সালে উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন এবং কারাগারে ছিলেন। তারপর থেকে জেল