Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

আফ্রিকায় কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্বর্ণজয়


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৩ এএম

আফ্রিকায় কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্বর্ণজয়

বাংলাদেশি কারাতেকারা দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্যের সাক্ষর রেখেছেন। প্রতিযোগিতায় তারা জিতেছেন দুটি পদক—একটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ। বাংলাদেশের তরুণ কারাতেকা আদাম চৌধুরী ৫২ কেজি ক্যাডেট কুমিতে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া, ব্যক্তিগত কাতা ইভেন্টে তার অসাধারণ পারফরম্যান্স তাকে এনে দেয় ব্রোঞ্জপদক। 

বাংলাদেশ কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী এই সাফল্যের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের কারাতেকাদের এমন সাফল্য জাতীয় ক্রীড়া অঙ্গনের জন্য গর্বের বিষয়।

অন্যদিকে, ভেটেরান ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের প্রখ্যাত কারাতেকা সৈয়দ নুরুজ্জামান। এসএ গেমসে পদকজয়ী এই অভিজ্ঞ কারাতেকা আবারও প্রমাণ করেছেন তার দক্ষতা।

এই প্রতিযোগিতায় বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মুস্তাক চৌধুরী। তিনি শুধুমাত্র আদামের কোচ নন, বরং তার বাবা এবং তার সাফল্যের অন্যতম অনুপ্রেরণা।

প্রাথমিকভাবে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপটি বাংলাদেশে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে এটি স্থানান্তরিত হয়ে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।

দক্ষিণ আফ্রিকায় এমন সাফল্য দেশের কারাতে খেলার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।