Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

রাজস্থলীতে আসন্ন বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৯ এএম

রাজস্থলীতে আসন্ন বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

 

চাইথোয়াইমং মারমা 

নিজস্ব রাজস্থলী (রাঙ্গামাটি). প্রতিবেদক:

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে বিজয় দিবস উপলক্ষে এই প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। 

 

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে আসন্ন বিজয় দিবসের প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাস, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমাসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন বিজয় দিবসের প্রস্তুতির জন্য সবাইকে যার যার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা এগিয়ে আসার আহ্বান জানানো হয়। যাতে সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি এলাকায় বজায় থাকে। এছাড়াও আসন্ন বিজয় দিবস উপলক্ষে ২ দিনব্যাপী বিজয় মেলা উদযাপন হওয়ার সিদ্ধান্ত বিষয়েও আলোচনা করা হয়েছে ।