নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৭ এএম
গাজীপুর জেলা প্রতিনিধি
শাহাদাত হোসেন
জমিনের বৈধ দলিল যার জমিন তার। এই আইনকে উপেক্ষা করে জমি জবর্দখ খুলে নেমেছে মোহাম্মদ জসিম গন।
গাজীপুরের শ্রীপুরে সৈরাট গ্রামে এমন একটি চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত। ডিসেম্বর) মঙ্গলবার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট আঃ আজিজ (৬০) পিতা,হামেদ আলী একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগ কারি আঃ আজিজ বলেন,দীর্ঘদিন ধরে ০২নং শৈলাট মৌজাস্থিত আর.এস ৩৬২নং খতিয়ানে ৩১৫৭নং দাগে ৪৭ শতাংশ জমির পৈত্রিক সূত্র জমির মালিক।
অভিযোগের বিবাদী ১। মো: জসিম উদ্দিন (৩৫), গিতা- অজ্ঞাত, পৈত্রিক বাড়ি নোয়াখালী,বর্তমান শৈলাট,শ্রীপুর,গাজীপুর। জসিম উদ্দিনের বিরুদ্ধে এই মর্মে অভিযাগ দায়ের করিতেছি যে, বিবাদী অত্যন্ত হারমাইদ, পরধন লুভি, দাঙ্গাবাজ ও জবর-দখলকারী প্রকৃতির লোক বটে।
শ্রীপুর উপজেলাধীন ০২নং শৈলাট মৌজাস্থিত আর.এস ৩৬২নং খতিয়ানে ৩১৫৭নং দাগে ৪৭ শতাংশ জমি হইতে রেকর্ডীয় মালিকের নিকট হতে খরিদ সূত্রে রেজিস্ট্রিকৃত দলিল মূলে মালিক থাকিয়া এবং রেকর্ডীয় মালিক হামেদ আলী শেখ এর উত্তরাধিকারী হিসাবে পৈত্রিক ওয়ারিশ সূত্রি মালিক হইয়া ভোগ দখলকার নিয়ত আছি। আমার মালিকানাধীন জমি বিবাদী পক্ষ অন্যায় ভাবে জবর দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে গভির ষড়যন্ত্র ও পায়তারা করে আসতেছে।
ঘটনার ঘটে (৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯ টায় ঘটিকার সময় বিবাদীগণ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন ভাড়াটে লোকজনদেরকে সাথে নিয়ে জোর জবরদস্তি মূলক ভাবে আমার মালিকানাধিন জমিতে অনুপ্রবেশ করে ট্রাক ভর্তি মাটি এনে ফেলে ভরাট করে টিন কাঠ বাশ দিয়ে অবৈধ ঘর নির্মান করতে শুরু করে।
আঃ আজিজ বলেন,বিবাদীগণক নিষেধ করিলে বিবাদীরা আমাকে অশ্লীল ভাষায় গালি গালাজ করে আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে নির্মান কাজ করতে আরম্ভ করে। এসময় বিবাীরা আমাকে হুমকি দিয়া বলতে থাকে যে, আমি বাধা দিলে আমাকে মিথ্যা মামলায় ফাসাইয়া জেল হাজতে পেরন করবে কিংবা আমাকে হত্যা করে লাশ গুম করে রাখবে। বিবাদীগণের অত্যাচারে অতিষ্ঠ হইয়া আমি নিজ জমিতে অবস্থান করা জীবনের ঝুকিতে পরিণত হয়েছে। এমতাবস্থায় ঘটনার বিষয়ে আমি গণ্যমান্য ব্যক্তিগণকে জানিয়ে যথাযথ সু-বিচার ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট আজকে আমি লিখতে অভিযোগ দায়ের করেছি।