Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

সিরাজগঞ্জে ওমরাহ যাত্রীর পাসপোর্ট ভিসা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিলেন পুলিশ ও সমন্বয়কবৃন্দ


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৮ এএম

সিরাজগঞ্জে ওমরাহ যাত্রীর পাসপোর্ট ভিসা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিলেন পুলিশ ও সমন্বয়কবৃন্দ

 

আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে নীল সাগর এক্সপ্রেস ট্রেন থেকে ছিনতাই যাওয়া ওমরাহযাত্রী মা-ছেলের পাসপোর্ট ভিসা উদ্ধার করেছে কামারখন্দের পুলিশ, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বকবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয়দের সহযোগিতায়। এতকরে ওমরাহ পালনের অনিশ্চয়তা অনেকটা কেটে গেল মা তাহমিনা বেগম এবং ছেলে তৌহিদুল ইসলামের।

 

 

ভুক্তভোগী তৌহিদুল ইসলাম জানান, ছিনতাই যাওয়া ব্যাগের ভিতরে থাকা বাটন মুঠোফোনে স্থানীয় প্রশাসনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে ছিনতাইকারী কর্তৃক ফোনকল রিসিভ করে । একপর্যায়ে কথপোকথনে শুধুমাত্র পাসপোর্ট ভিসা নির্দিষ্টস্থানে ফেরত দেয়ার কথা স্বীকার করলে স্থানীয় সমন্বয়ক, গণমাধ্যমকর্মী এবং প্রশাসনের সহযোগিতায় সেগুলো উদ্ধার করে আমার হাতে তুলে দেন। আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

 

স্থানীয় শিক্ষানুরাগি মুন্জুরুল হাসান বলেন, ছিনতাই হয়ে যাওয়া পাসপোর্ট ভিসা ফেরত পেয়ে ওমরাহযাত্রী মা ও ছেলে যে ওমরাহ করতে যেতে পারছে এরজন্য আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ। চোরেরও যে ধর্ম আছে এটাও এই ঘটনায় প্রমাণিত। কেননা এক সময় আমরা শুনতাম চোরের কোনো ধর্ম নাই। চোর তো চরি। না এখানে এটা ফিরিয়ে দিয়ে সে প্রমাণ করলো চোরেরও ধর্ম আছে ।

 

 

স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম বলেন, ছিনতাইকারীর সাথে কথা বলার এক পর্যায়ে টাকার চেয়েও পাসপোর্ট ভিসা কাগজপত্র অনেক বেশি জরুরী বলে অনুরোধ করলে সে প্রশাসনের সহযোগিতা ছাড়া শর্ত দিয়ে সেগুলো পরিত্যক্ত জায়গায় ফেলে দিযে চলে গেলে কামারখন্দের সার্কেল এসপি স্যারের সহযোগিতায় স্থানীয়দের নিয়ে সেগুলো উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দেই।

 

 

কামারখন্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাগর আহমেদ বলেন, ওমরাহযাত্রী মা-ছেলের পাসপোর্ট ভিসা,নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাইয়ের খবরটি শুনে আমরা প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় শুধুমাত্র পাসপোর্ট ভিসা উদ্ধার করে দিতে পেরে আমরা সত্যিই অনেক খুশি। এসময় সমন্বযক মুমিত সেখ, সাকিব মাহবুব এবং স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন।

 

 

বিষয়টি নিয়ে জামতৈল রেলওয়ের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন, শনিবার রাতে নীল সাগর এক্সপ্রেস ট্রেন থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর ভুক্তভোগীরা সিরাজগঞ্জ রেলওয়ে থানায় যোগাযোগ করলে কামারখন্দ প্রশাসন, সমন্বয়কবৃন্দদের সহযোগিতায় রবিবার রাতে পাসপোর্ট ভিসা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে দেন । আমরা বিষয়টি কর্তৃপক্ষের কাছে জানিয়েছি তারা স্টেশনের নিরাপত্তা বাড়াবেন বলে আমাদের জানিয়েছেন।

 

 

এ ব্যাপারে কামারখন্দ থানা অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর পরেই কামারখন্দ থানার সার্কেল এসপির স্যারের নেতৃত্বে পুলিশের একটি টিম ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সহযোগিতায় দ্রুত আমার ভুক্তভোগীর খোয়া যাওয়া পাসপোর্ট ভিসা উদ্ধার করতে পেরেছি এবং ভুক্তভোগীর হাতে তুলে দিতে পারছি। অন্যান্য খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

 

 

উল্লেখ্য গত ৩০ নভেম্বর শনিবার রাত আড়াইটায় দিনাজপুরের খানসামা উপজেলার পাকের হাট গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী তহমিনা বেগম এবং ছেলে তৌহিদুল ইসলাম ওমরাহ পালনের উদ্দেশ্যে নীলফামারী রেলস্টেশন থেকে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা এ্যায়ারপোর্ট রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে পদ্মা এক্সপ্রেসের সাথে ক্রসিংয়ের জন্য অবস্থান করলে পাসপোর্ট ভিসা, নগদ টাকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র-সহ ব্যাগ ছিনতাই হয়।