চট্টগ্রাম আদালত এলাকায় পুলিশের ওপর হামলা ও তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১২ জন আসামিকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক হাসান শাহরিয়ার এই রিমান্ড আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- আমান দাস, নয়ন দাস, গগন দাস, রুমিত দাস, সুমিত দাস, সনু দাস মেথর, অজয় সূত্রধর চৌধুরী, বিশাল দাস, রাজেশ দাস, সুমন দাস, দুর্লভ দাস ও জয় নাথ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান জানিয়েছেন, পুলিশ তাদের কাজ করতে বাধা দেওয়ার এবং হামলা করার অভিযোগে ১২ আসামিকে আদালতে হাজির করে কোতোয়ালী থানা পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির সময় তার ভক্ত-অনুসারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।