সিয়াম ইসলাম প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫১ এএম
রাঙ্গামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। বুধবার (০৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দেশে সাজেক ত্যাগ করেছেন তারা।
বিভিন্ন সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাঘাইছড়ির সাজেকে দুই আঞ্চলিক দলের মধ্যে থেমে থেমে গোলাগুলি হয়। এতে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল না করায় পর্যটকরা মঙ্গলবার বিকেলে সাজেকে অবস্থান করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা।
তিনি বলেন, ‘অনেকেই মঙ্গলবার সকালে এসেছিলেন, তবে নিরাপত্তাজনিত কারণে সাজেক ছাড়তে পারেননি। তারা আজ দুপুর ২টার পর সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছেন।’
বাঘাইছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুপুর ২টার দিকে পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ির দিকে রওনা দিয়েছে।’
উল্লেখ্য, বাঘাইছড়িতে দুই আঞ্চলিক দলের সঙ্গে গোলাগুলির কারণে ৪ ডিসেম্বর সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন।