নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৩ এএম
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ও শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে বুধবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
খুবির ছাত্র সমন্বয়ক মো. মুহিবুল্লাহ জানান, গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের বাসে আসা এক শিক্ষার্থীকে ভাড়া নিয়ে বিবাদের জেরে লাঞ্ছিত করা হয়। এই ঘটনার প্রতিবাদে অন্য শিক্ষার্থীরা বাস টার্মিনালে গেলে পরিবহন শ্রমিকরা তাদের উপর হামলা চালায়। হামলায় খুবির ছয় শিক্ষার্থী এবং দুইজন শিক্ষক আহত হন।
সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) হাওলাদার সানওয়ার মাসুম বলেন, "রাজিব পরিবহনে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র খুলনায় আসছিলেন। তাকে বসার সিট দেননি পরিবহনের সদস্যরা। তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে না নামিয়ে দিয়ে তাকে বাসস্ট্যান্ডে নিয়ে গিয়ে মারধর করেন।"
সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় এক হাজারের বেশি শিক্ষার্থী বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।