নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৬ পিএম
বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি আগামী ১০ ডিসেম্বর ঢাকা সফরে আসছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে। সূত্র অনুযায়ী, পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনার জন্য এই সফর হতে যাচ্ছে। উভয় দেশের কোনো পক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
এর আগে দুই দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে শেষ সংলাপ হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে নয়া দিল্লিতে। এবারের আলোচনায় ভারত-অর্থায়নকৃত উন্নয়ন প্রকল্প, ভিসা ব্যবস্থা সহজীকরণ, সরাসরি ফ্লাইট বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে আলোচনা হতে পারে বলে সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে প্রতিবাদ জানিয়েছে।