নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৯ এএম
জেলার পুলিশ সুপার জনাব জিয়া উদ্দিন আহম্মেদ মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং জনাব দেবব্রত হরি, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, ডিবি এর তত্ত্বাবধানে ডিবি’র টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
গত ১ লা ডিসেম্বর রাতে ঝিকরগাছা হাড়িয়াদেয়াড়া আলামিন অটো রাইস মিল থেকে ৩০০ বস্তা চাউল ক্রয় করে ঝিকরগাছা ষ্টেশন রোডের চাউল ব্যবসায়ী মেসার্স রাজু এন্টারপ্রাইজ উক্ত চাউল চট্টগ্রাম পাহাড়তলীতে পাঠানোর জন্য ট্রাক ভাড়া করে। ট্রাক ড্রাইভার ভুয়া নাম ঠিকানা ও মোবাইল নাম্বার প্রদান করে মিল থেকে ঐ দিন রাত ১০.০০ ঘটিকার সময় চাউল ট্রাকে লোড দিয়ে গন্তব্যস্থলে পৌছে না দিয়ে চুরি করে নিয়ে যায়। এই সংক্রান্তে ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল-মামুন, এএসআই রঞ্জন কুমার বসুসহ একটি একটি তদন্তে নেমে তথ্য প্রযুক্তির মাধ্যমে ড্রাইভারকে সনাক্ত করে ইং ০৩/১২/২০২৪ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় ঝিনাইদহ কোটচাঁদপুর বলুহর ষ্ট্যান্ডে অভিযান করে মোবাইলসহ গ্রেফতার করে তার তথ্যের ভিত্তিতে মহেশপুর গৌরিনাথপুর এলাকায় অভিযান করে মনিরুল নামের চাউল ক্রেতাকে গ্রেফতার করে মনিরুল বসতঘর থেকে ৩০০ বস্তা চাউল উদ্ধার করে জব্দ করে ডিবি পুলিশ। এই সংক্রান্তে ব্যবসায়ী তহিদুল ইসলাম ওরফে রাজু বাদী হয়ে এজাহার দায়ের করলে ঝিকরগাছা থানার মামলা নং-০৪ তাং-০৪/১২/২০২৪খ্রিঃ ধারা-৪২০/৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীর তথ্য:
১। মোঃ রিপন বিশ্বাস ওরফে ছদ্মনাম নাঈম (৪০), পিতা- মোঃ মহিদুল বিশ্বাস, সাং-বলুহর, থানা-কোটচাঁদপুর, জেলা-ঝিনাইদহ।
২। মনিরুল ইসলাম (৩৩), পিতা- মৃত আব্দুল কুদ্দুস, সাং- গৌরিনাথপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ।
উদ্ধারকৃত আলামতঃ
১। ৩০০ বস্তা নুরজাহান স্বর্ণা চাউল, মুল্য-৭৫০০০০/- টাকা
২। আসামীর ব্যবহৃত মোবাইল ফোন।
"বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ"
ধন্যবাদান্তে-
পুলিশ সুপার, যশোর