Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি গ্রেফতার।


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৪ এএম

মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি গ্রেফতার।

 

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সুতালড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন বাচ্চুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ৫ ই ডিসেম্বর সকালে হরিরামপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সন্ধ্যায় ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সুতালড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিন খান সাংবাদিকদের জানান,রাজধানীর ঢাকার একটি বাসা থেকে ডিবির একটি টিম গোলজার হোসেন বাচ্চুকে গ্রেফতার করে। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে জানাইনি ডিবি পুলিশ। তবে তার বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি মামলা থাকলেও তিনি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।