Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

চারঘাটে মোবাইল কোর্টে জব্দকৃত প্রসাধনী আগুনে পুড়িয়ে ধ্বংস ও জরিমানা ৭০ হাজার


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৯ এএম

চারঘাটে মোবাইল কোর্টে জব্দকৃত প্রসাধনী আগুনে পুড়িয়ে ধ্বংস ও জরিমানা ৭০ হাজার

 

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী 

রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রসাধনীর মান নির্নয়ে উপজেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। উপজেলার স্থায়ী বাসিন্দাদের সেবার মান নিশ্চিতের লক্ষে উপজেলা নর্বাহ অফিসার সানজিদা সুলতানা ও  সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন মোবাইল কোর্ট পরিচালন করছেন। 

বৃহস্পতিবার দুপুরে মোবাইল কোর্টের ধারাবাহিকতার অংশ হিসাবে উপজেলার চারঘাট বাজাওে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওই সময় জিয়া রোশনী এন্টার প্রাইজকে ৩০ হাজার টাকা ও জিয়া প্রসাধনীকে ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। তিনি বলেন, নির্বাহী অফিসারে সম্মতিক্রমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সর্বপরি, উপজেলা প্রশাসন সেবার মান নিশ্চিতের লক্ষে কাজ করছে। অনিয়ম বা নিয়মনীতি অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন প্রশাসন। জেলা বিএসটিআই এর একটি দল ও চারঘাট মডেল থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আগামীতে এই মোবাইল কোর্টের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান, সহকারী কমিশনার। 

প্রসঙ্গত, উপজেলা নির্বাহ অফিসার সানজিদা সুলতানা পত্রিকার প্রতিনিধিকে বলেন, প্রতিনিয়িত প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করছেন। প্রাথমিকভাবে সকল ব্যবসায়ীকে সর্তকবার্তা দেওয়া হচ্ছে। প্রয়োজনে পরামর্শসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। কিন্ত কিছু অসাদু ব্যবসায়ীরা অধিক মুনাফার লক্ষে সাধারন ক্রেতাদের ঠকাচ্ছে। তারা বিভিন্ন মেয়াদ উত্তিন প্রসাধনীসহ নকল পন্য ও বাজারে বিক্রয় করছে। যা ভোক্তা অধীকার আইনে তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।