নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৬ এএম
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
গরীব অসহায়, দুস্থ ও দরিদ্র কর্মহীন ৩৫০ জন পরিবারের মাঝে খাদ্য - উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজ নামের একটি বেসরকারি সংগঠন।
শুক্রবার ( ০৬ ডিসেম্বর) সকাল ৯ টায় জে,সি রোডস্থ ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজ কার্যালয়ে ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের আয়োজনে উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সাধারণ সম্পাদক প্রফেসর মাসুদ রানা।
অনুষ্ঠানের সভাপতি হাজী মো.আব্দুস সাত্তার বলেন, আমরা সবসময়ই বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি গরীব অসহায় দুঃস্থ মানুষের মাঝে এ ধরনের খাদ্য সামগ্রী দিয়ে থাকি। আদর্শ মানব কল্যাণ সমাজের মূল লক্ষ্য হলো প্রতিটি সমাজের মানুষদের পাশে থাকা তাদের উপকার করা। এবং সব সময় তাদের খোঁজ খবর নেওয়া। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। অসহায় ও দুস্থ যারা ঠিকমতো দুই বেলা খেতে পারে না তাদের জন্য এ আমাদের আয়োজন। আমরা প্রতি বৎসরে শীতকালীন সময়ে শীতার্থদের পাশে গরম কম্বল দিয়ে থাকি কারণ শীতকালীন সময়ে যেন মানুষ শীতে কষ্ট না পায়। তাই পর্যায়ক্রমে সব ধরণের এই মানবিক কর্মকান্ড ও এর পরিধি ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধানবান্ধি ১০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো.শাহজাহান আলী সাজা, সাধারণ সম্পাদক হিলটন খন্দকার। এসময়ে আরো উপস্থিত ছিলেন হাজী কোরপ আলী কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোকতেল হোসেন, শহর বিএনপি শহিদুল ইসলাম, সার্জন্ট এস এম রফিকুল ইসলাম, মো. হেলাল আহমেদ, মোঃ আব্দুস সালাম, মো.শাহাদত মন্ডল, ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সহ - সভাপতি ছানোয়ার হোসেন, মো.মনিরুজ্জামান চাঁন,সহ- সাধারন সম্পাদক নুরুল ইসলাম টেক্কা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,অসহায়দের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি আটা, লবণ ১ কেজি, আলু১ কেজি, মসুরের ডাউল১ কেজি, চিনি হাফ ১/২ কেজি, ৩৫০ জনের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় হতদরিদ্র মানুষগুলোর চোখমুখে আনন্দ ছলছল করতে দেখে হাজী মো. আব্দুস সাত্তার তাদের কয়েকজনকে জড়িয়ে ধরে সহানুভূতি জানাচ্ছিলেন।