Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

বৈদ্যুতিক মালামাল ও বিদ্যুৎ চুরিরোধকল্পে গ্রাহক সচেতনা অবাশ্যক


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৬ এএম

বৈদ্যুতিক মালামাল ও বিদ্যুৎ চুরিরোধকল্পে গ্রাহক সচেতনা অবাশ্যক

 

 

ওবায়দুল ইসলাম রবি,রাজশাহী

 

বৈদ্যুতিক মিটার, ট্রন্সফরমার, বৈদ্যুতিক তার অবৈধ ভাবে বিদ্যুৎ চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। রাজশাহীর চারঘাট পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে চুরির প্রমান পাওয়া গেছে। নাটোর পল্লি বিদ্যুৎ-২ এর চারঘাট জোনাল অফিসের আয়োজনে উপজেলার বিভিন্ন এলকায় চুরিরোধকল্পে সচেতনতায় উঠান বৈঠক চলমান রেখেছেন ডিজিএম প্রকৌশলী রঞ্জন কুমার সরকার।        

 

চারঘাট উপজেলায় চলামান সভায় (ডিজিএম) প্রকৌশলী রঞ্জন কুমার সরকার বলেন, এদেশে এখন পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে একদিনে সর্বোচ্চ রেকর্ড ১৫হাজার ৬৪৮ মেগাওয়াট। গত বছর ১৯শে এপ্রিল উৎপাদন হয়েছিল এ পরিমান বিদ্যুৎ। এবছর গরমে সর্বোচ্চ চাহিদা ১৭হাজার ৫শত মেগাওয়াট হতে পারে বলে ধারণা করছে বিদ্যুৎ বিভাগ। বর্তমান দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে ২৫ হাজার ৪৯১ মেগাওয়াট। 

 

এই উপজেলায় ৭৩ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। গরমের সময় সর্বোচ্চ চাহিদা গড়ে ১৮ মেগাওয়াট। শীতকালের চাহিদা মোতাবেক বিদ্যুৎ পাওয়া যায়। অর্থাৎ লোড শেডিং নেই। কিন্ত গরমের সময় লোড শেডিং করে বিদ্যুৎ বিতরণ করতে হয়েছে। সরকার জনগনের বিদ্যুৎ সেবার মান উন্নয়নের লক্ষে প্রতি বছর বিলের ভর্তুকি দিচ্ছেন। সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ গ্রহাকরা সঠিক সময়ে বিল পরিষোধ না করলে কার্যালয় পরিচালনায় বিঘœ ঘটে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে বিদ্যুৎ এর নানা যন্ত্রাংশ চুরি হচ্ছে। চুরি রোধে গ্রাহকের সহযোগিতা ছাড়া অপরাধীদের আইনের আওতায় আনা অনেক কষ্টকর। পরিশেষে তিনি বিদ্যুৎ যন্ত্রাংশ চুরিরোধে সকল গ্রাহকের সহযোগিতা কামনা করেছেন। 

 

নাটোর পল্লি বিদ্যুৎ-২ এর চারঘাট জোনাল অফিস ডেপুটি জেলারেল ম্যানেজার (ডিজিম) প্রকৌশলী রঞ্জন কুমার সরকার এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান বলেন, চুরিরোধকল্পে সচেতন সভায় গ্রাহকদের সচেতন থাকতে হবে। চুরিকৃত বৈদ্যুতিক যন্ত্রাংশ গ্রাহকদেরকে ভর্তুকি দিতে হয়। ডিজিটাল ব্যবস্থাপনায় বড় বাধা হয়ে থাকে। কৃষকদের চাষাবাদে ব্যাপক ক্ষতি হওয়ার ঝুকি থাকে। পানি স্বল্পতা থাকার কারনে জমিতে সেচের প্রয়োজন হয়। বর্তমান খরা মৈসুম, এই সময় ফসলের মাঠে প্রচুর পরিমান পানির প্রয়োজন রয়েছে। কিন্ত বিদ্যুত মিটার, ট্রন্সফরমার এবং বৈদ্যুতিক তার চুরি হলে সমস্যা গ্রাহকের হয়। বিদ্যুত ছাড়া কৃষিতে উন্নয়ন সম্ভব না, যার কারনে সকলকে নিজ দায়িত্ব নিয়ে চুরি প্রতিরোধ করতে হওয়ার আহবান জানান তিনি। ওই সময় বদি্যুৎ গ্রাহকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।