Dhaka, শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
logo

ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে ২০৩৪ সালে: রোনালদো


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৫, ১১:০৯ এএম

ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে ২০৩৪ সালে: রোনালদো

আগামী ২০৩৪ সালের বিশ্বকাপ হবে ইতিহাসের সেরা বিশ্বকাপ। এমনটাই মন্তব্য করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০৩৪ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। সর্বশেষ ২০২২ সালে সফলভাবে কাতারে বিশ্বকাপ আয়োজিত হওয়ার এক যুগ পর আবারও মরুর দেশে আয়োজিত হতে যাচ্ছে বিশ্বকাপ। ফিফা গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই কথা।

এদিকে মরুর দেশে হতে যাওয়া এই বিশ্বকাপ ইতিহাসের সেরা হবে বলে মনে করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরব ফুটবলের অগ্রগতির প্রশংসা করে রোনালদো বলেছেন, ২০৩৪ সালের বিশ্বকাপ হবে ‘সর্বকালের সেরা’।

নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক ভিডিও রোনালদো বলেন, ‘২০৩৪ সালে হবে সর্বকালের সেরা বিশ্বকাপ। অবকাঠামো, স্টেডিয়াম এবং সমর্থকদের জন্য সুবিধাসহ সব কিছুই অসাধারণ। আমি নিশ্চিত, এটি একটি অনন্য অভিজ্ঞতা হবে। সৌদি আরবে ফুটবলের দ্রুত উন্নয়ন আমাকে মুগ্ধ করেছে।’

এদিকে বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতিকে সামনে রেখে নতুন করে ১১ স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আগেই হাতে নিয়েছে সৌদি। সব মিলিয়ে ২৩টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। সৌদি ফেডারেশন তাদের প্রাথমিক পরিকল্পনায় উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ রেখেছে কিং সালমান স্টেডিয়ামে। কিন্তু এখনো এর নির্মাণকাজ চলছে।

রোনালদো আরও বলেন, ‘সৌদি প্রো লিগের মান অনেক বেড়েছে। এখন সাত বা আটটি শক্তিশালী ক্লাব রয়েছে যেগুলোকে হারানো কঠিন। সৌদি খেলোয়াড়দের মানও দারুণ।’ উল্লেখ্য, ২০২২ সালে রোনালদো আল নাসরে যোগ দিয়ে সৌদি ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করেছিলেন।