Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

২২ বছর পর বাবার স্বপ্নপূরণে মসজিদ বানালেন ছেলেরা


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০২:১৬ এএম

২২ বছর পর বাবার স্বপ্নপূরণে মসজিদ বানালেন ছেলেরা

মরহুম হাজি মো. লকিয়ত উল্লার স্বপ্ন ছিল একটি মসজিদ তৈরি করবেন। কিন্তু মৃত্যুর কারণে তা আর করা হয়নি। তাইতো জায়গা দান করে মসজিদ তৈরির কাজ উদ্বোধন করে বাবার ২২ বছর পূর্বের স্বপ্নপূরণ করলেন ছেলেরা। মসজিদটির নাম দেওয়া হয় আলোকপাড়া বাইতুল মামুর জামে মসজিদ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কুমিল্লার মনোহরগঞ্জের সরসপুর ইউনিয়ন আলোকপাড়া রাস্তা সংলগ্নে এলাকাবাসী ও গণ্যমান্যদের উপস্থিতিতে এ মসজিদ তৈরির কাজ উদ্বোধন করা হয়।

মরহুম হাজি মো. লকিয়ত উল্লার ছেলে জনতা বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন রতন বলেন, দীর্ঘ ২২ বছর পূর্বে আমার বাবার স্বপ্ন ছিল আলোকপাড়া একটি সুন্দর মসজিদ স্থাপন করবেন। আমার ভাই আমেরিকান প্রবাসী সাইফুল ইসলাম মিলনসহ পরিবারের সব সদস্য একমত হয়ে রাস্তার পাশের ৭ শতক জমি মসজিদের নামে দান করি। সমাজের সবার সহযোগিতায় একটি সুন্দর মসজিদ নির্মাণ হবে বলে আশা রাখি।

বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আবদুল্লাহর সভাপতিত্বে ও মাস্টার মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম শওকত হোসেন শিহাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সরসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুর মোহাম্মদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, সমাজ সেবক আনোয়ার চৌধুরী রিপন, আবদুল মতিন প্রমুখ।