নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩১ এএম
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
সৌদি আরব থেকে উপহার হিসাবে দুম্বার মাংস পেয়ে আনান্দিত এতিম মাদ্রাসার শিক্ষার্থীরা। রাজশাহীর চারঘাট উপজেলায় বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে উপহার হিসাবে দুম্বার মাংস বিতরণ করেছেন ইউএনও সানজিদা সুলতানা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে ২৭টি মাদ্রাসায় মাংস গুলো সুষ্ঠু ভাবে বিতরণ করেন ইউএনও। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফরহাদ লতিফ এর সঞ্চালনায় বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই সময় মাদ্রাসার প্রধান ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এতিম শিক্ষার্থীরা আবেক প্রবণ হয়ে বলেন, প্রতি বছর দুই ঈদ উৎসবে একটু মাংস খেতে পাই। কখনও বা স্থানীয় গনমান্য ব্যাক্তিরা দোওয়ার আয়োজনের সময় কখন কখনও খাবারের তালিকায় মাংসের স্বাদ নিতে পারে। এই পৃথিবিতে এতিম যারা ত্রীভূবনে আপন বলতে নেই কেউ তাদের। ওই সময় তারা সকলের সহযোগিতা কামনা করেন।
ইউএনও মাদ্রাসার শিক্ষকদের উদ্দ্যেশে বলেন, এই মাংস গুলো শিক্ষার্থীদের জন্য দেওয়া হলো। প্রতিটি মাদ্রাসা তাদের নিজ তদারকিতে সঠিকভাবে রান্না করে পরিবেশনের নির্দেশ দেন। কোনভাবে যেন এই মাংসের একটি অংশ শিক্ষকরা যেন নিজ বাড়িতে না নিয়ে যায়। পরিশেষে এতিমের হক আদায়ে সকলের প্রতি প্রত্যাশা করেন তিনি।