Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

স্মৃতিসৌধে অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩০ এএম

স্মৃতিসৌধে অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। 

তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে নিয়ে যাওয়া হয়। এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে সিএমএইচে যান দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ কয়েকজন।