Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

চবি লেখক ফোরামের 'জুলাই বিপ্লব স্মৃতি প্রদর্শনী'


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৩ এএম

চবি লেখক ফোরামের 'জুলাই বিপ্লব স্মৃতি প্রদর্শনী'

 

 

 চবি প্রতিনিধি

 

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার উদ্যোগে জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে 'জুলাই বিপ্লব স্মৃতি প্রদর্শনী- ২০২৪' অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে জুলাই বিপ্লব স্মৃতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

 

প্রদর্শনীতে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আন্দোলন করেছেন তাদের ছবি, সংক্ষিপ্ত ঘটনা এবং কিছু হৃদয়বিদারক চিত্র প্রদর্শন করা হয়। এর সাথে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চবি শাখার সদস্যদের কিছু লেখনিও প্রদর্শন করা হয়।

 

শিক্ষার্থীরা প্রদর্শনীগুলো দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আবার কেউ কেউ নিজের আন্দোলনের ছবি দেখে ভাবাবেগ প্রকাশ করেছেন।

 

ফোরামের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন মিহির বলেন, জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি প্রদর্শনী-২০২৪’ চব্বিশের মহান শহিদদের প্রতি দায়বদ্ধতার অংশ। এই প্রদর্শনীর মাধ্যমে তরুণ প্রজন্মের বিপ্লবী চেতনা ও আত্মত্যাগের ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ প্রমাণ করে, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে বিপ্লবের ইতিহাস এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।আমরা চেষ্টা করবো, ভবিষ্যতেও চবি লেখক ফোরামের পক্ষ থেকে এ ধরণের আয়োজন করতে, যা চব্বিশের শহিদদের আত্মত্যাগের ইতিহাস জাতিকে বার বার স্মরণ করিয়ে দিবে। 

 

ফোরামের সভাপতি মাহফুজুর রহমান বলেন, একাত্তরের ৩০ লক্ষ এবং চব্বিশের ২ হাজার শহীদ রক্তের বিনিময় আমরা আজকের স্বাধীনতার স্বাদ পেয়েছি। মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে আমাদের এই আয়োজন।আমরা চেষ্টা করেছি এই প্রদর্শনীর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলো গুরুত্বপূর্ণ স্মৃতি দর্শকদের সামনে তুলে ধরতে।