নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৭ এএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মহান বিজয় দিবসে প্রশাসনের গাফিলতিতে বিজয় স্তম্ভে শ্রদ্ধা না জানিয়ে উপজেলা চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল।
সোনারগাঁ উপজেলার বীর শহীদদের স্মরণে মোগরাপাড়া ইউনিয়নের শহীদ মজনু পার্কে র্নিমিত হয় বিজয় স্তম্ভ। এটি নিমার্নের পর থেকে বিজয় ও স্বাধীনতা দিবসে এখানেই সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করতো। কিন্তু প্রশাসন উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ৫২ সালের ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সিদ্ধন্ত নিয়েছে।
এদিকে বিজয় স্তম্ভে গিয়ে দেখা গেছে বিজয় স্তম্ভে ধূলাবালির আস্তর পরে আছে। কোন ধরনের পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়নি।
দুএকটি সাংবাদিক সংগঠন ছাড়া কেউ এখানে ফুলও দিতে আসেনি। মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকে ফুল না দিয়ে ভাষা শহীদদের জন্য র্নিমিত শহীদ মিনারে ফুল দেয়ায় সোনারগাঁয়ের সুশীল সমাজের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।