Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৩ এএম

গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন

গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেছে গুম কমিশন।

শুনানি শেষে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা মামলার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাস সময় দিয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। 

এ ছাড়া জুলাই-আগস্ট গণহত্যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৬ জনের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলারও পরবর্তী শুনানি ১৮ ফেব্রুয়ারি।