Dhaka, মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
logo

হাতে হ্যান্ডকাফ নিয়ে গান বললেন হাসপাতালের জরুরি বিভাগে বসে।


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৬ পিএম

হাতে হ্যান্ডকাফ নিয়ে গান বললেন হাসপাতালের জরুরি বিভাগে বসে।

 

মো:জাহিদুল ইসলাম প্রতিনিধি,গাইবান্ধা 

 অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে আটক এক যুবক গাইলেন গান, সেই যু্বকের গানের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

স্থানীয়   সূত্র থেকে জানা যায়, হামিন্দপুর কৈপাড়া এলাকা থেকে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ওই যুবককে আটকের পর উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী। পরে হ্যান্ডকাফ পরিয়ে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয় সাদুল্লাপুুর থানা পুলিশ।

এরপর যুবককে জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসারের কক্ষে নিয়ে বসানো হয়। সেখানে ওই যুবকের কণ্ঠে গান শোনেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রঞ্জনসহ দুই পুলিশ সদস্য।

ইতোমধ্যে ১ মিনিট ৩১ সেকেন্ডের গানের ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন