Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
logo

হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:১১ এএম

হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানতে চেয়ে ২ সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাবেক ১২ মন্ত্রীসহ আওয়ামী লীগের ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হলে এসময় ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এসময় সাবেক যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সেক্রেটারি ওবায়দুল কাদের কীভাবে দেশ ছেড়ে পালালেন আইজিপির কাছে সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল।

এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়, সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাহাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু ও কামরুল ইসলাম।

আরও রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।