ফায়ার সার্ভিসের সর্বমোট সাত ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রথমে পাঁচটি ইউনিট ও পরে তার সাথে আরও দু'টি ইউনিট যোগ দেয়।
এছাড়া তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। এর আগে আজ বিকেল ৪টা ১৫ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেল থেকে জানানো হয়, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি স্টেশন থেকে ৭টি ইউনিট কাজ করেছে। রাস্তায় যানজট থাকায় ইউনিটগুলো পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।