Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
logo

সাবেক সংসদ সদস্য রিপু গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৩ পিএম

সাবেক সংসদ সদস্য রিপু গ্রেপ্তার

বগুড়া-৬ আসনের সাবেক এমপি রাগিবুল আহসান রিপুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। 

র‍্যাব জানিয়েছে, সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তবে র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি।