Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
logo

নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৩ পিএম

নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২

নোয়াখালীর সদর উপজেলা থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা করার সময় আকরাম হোসেন নামে  এক ভুয়া সেনাবাহিনীর ক্যাপ্টেনকে আটক করেছে সেনাবাহিনী। 

একই সময়ে ভুয়া ক্যাপ্টেনের সহযোগী এক এডভোকেটকেও আটক করা হয়। বুধবার রাতে আটাক দুজনকে সুধারাম  থানায়  হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা। দুজনকে ম্যাজিস্ট্রেট কোট এলাকা থেকে আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন- জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবলী গ্রামের শামসুল হকের ছেলে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন (৩৮) ও তার সহযোগী সদর উপজেলার চুলডগী গ্রামের এডভোকেট.পরিচয়দানকারী কে। 

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিভিন্ন মানুষ থেকে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা ও জিনিসপত্র নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকা মোবাইল। জালিয়াতির কাগজপত্র। ১০ টি সিম ও সেনাবাহিনী পোশাক জব্দ করেছে পুলিশ। 

জানা যায়, ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একজন ক্যাপ্টেন কখন  ক্যাপ্টেন  গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকায় অভিযান চালায়। অভিযানে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন ও তার সহযোগী  জলিল হোসেনকে আটক করে। 
     
অভিযোগ রয়েছে, ভুয়া ক্যাপ্টেন আকরাম ও তার সহযোগী অ্যাডভোকেট জলিল ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে নোয়াখালীর বিভিন্ন এলাকার মানুষের থেকে মামলা মীমাংসার প্রলোভনে টাকা প্রতারণার মাধ্যমে আদায় করে আসছে।    

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের  সেনাবাহিনী সদস্যরা থানায় সোপর্দ করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।